Thursday 14 January 2016

ভারতে পুরুষ অধিকার আন্দোলন সফল হতে গেলে

যারা এই লিঙ্কে আমার লেখা ইংরেজী ব্লগ গুলো পড়েছেন, তারা ও অন্যান্য চিন্তাশীল চোখ কান খোলা ভারতীয় নাগরিক মাত্রই ইতি মধ্যেই জানেন ভারতের ধর্ষণ, শ্লীলতাহানী ও সব বৈবাহিক আইন গুলি কি অতিশয় পুরুষ বিরোধী ও মধ্যযুগীয় প্রকৃতির |
এই একুশ শতকের প্রায় মাঝামাঝি, যখন পৃথিবীর মোটামুটি সব দেশেই আইন ব্যবস্থা লিঙ্গ নিরপেক্ষ, তখন ভারতের আইনে পুরুষ মানেই 'জন্মগত ভাবেই ধর্ষক, বধূ নির্যাতক' | আর নারী মানেই গঙ্গা জলের থেকেও পবিত্র!!! ভারতের অদ্ভুত, উদ্ভট রেপ, শ্লীলতাহানী ও বিবাহ-পরিবার বিষয়ক আইন গুলি অন্তত তাই মনে করে |
অথচ দেখুন, পৃথিবীর লিঙ্গ নিরপেক্ষ আইন সম্বলিত দেশ গুলিতে কিন্তু বহু নারী গৃহ-বৈবাহিক হিংসা, এমনকি ধর্ষণেও অভিযুক্ত |

কিন্তু ভারতে যেরকম একপেশে অপব্যবহার প্রবণ, অতিশয় পুরুষ ও স্বামী বিরোধী আইন মহিলা দের হাতে তুলে দেওয়া হয়েছে, তাতে স্বভাবতই প্রতিটি আইনের বিপুল অপব্যবহার হচ্চে | জাতীয় অপরাধ নথিকরণ ব্যূরো বা NCRB র ডেটা ঘেটে, একটু মাথা খাটালেই বোঝা যায়, কি হারে পুরুষএর বিরুদ্ধে অপপ্রয়োগ হচ্চে আইন গুলো | রেপের মামলা গড় পড়তা 75% ই বিচার শেষে মেরিট বিহীন ও বধূ নির্যাতন মামলা গড়ে 86% মেরিট হীন দেখা যায় | ভারতের রাজনৈতিক সব দলের নেতা, তথা আইন প্রণেতারা কিন্তু সব জানেন ও বোঝেন | তারা নারী তোষনে এত ব্যস্ত, তাদের পুরুষ নির্যাতন সমস্যাটা মাথায় ঢোকে না | চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিলেও মানতে চান না | এছাড়া নারীর জন্য বিশেষ মন্ত্রক ও সরকারী পয়সায় চলা কমিশন গুলি তো আছেই, যারা বলতে গেলে প্রতিনিয়তই পুরুষ বিরোধী, এক পেশে আইনের রূপরেখা রচনা করে চলেছে এই ভারতে | মজার কথা হলো, ভারতে কিন্তু পুরুষই 80% আয়কর দেয়, এবং সেই পয়সায় গঠিত হয় দেশের রাজকোষ, আর তাই দিয়েই নারীর জন্য নির্ধারিত মন্ত্রক ও কমিশন গুলি চলে ও একের পর এক পুরুষ বিরোধী আইনের জন্ম দেয় |

যা হোক, পাঠকরা  এইটুকু উপক্রমনিকা থেকেই বুঝতে পারছেন সারা বিশ্বে ভারতেই পুরুষ জাতির অবস্থা সব থেকে সঙ্গীন!!! নারী দ্বারা শোষিত অত্যাচারিত পুরুষএর হাতে একটি  কণাও আইন নেই, যা তাদের সুবিচার দিতে পারে | উল্টে নারীর বিরুদ্ধে কোনোও অভিযোগ করতে গেলে পুরুষকেই শ্রীঘরে  যেতে হতে পারে |

 এর ওপর  আবার মরার ওপর খাঁড়ার ঘা এর মত  এই সুযোগে ভারতে আরোও ভালো করে নারী  পুরুষ বিভেদ ঘটিয়ে সমাজ  ভাঙতে উঠে পড়ে লেগেছে বিদেশী নারীবাদী শক্তি গুলি | এরা ভারতের বিভিন্ন ব্যাঙের ছাতার মত গজিয়ে ওঠা নারীবাদী সংগঠন গুলিকে ঢালাও অর্থ প্রদান করে | সেই অর্থ ব্যয়িত হয়, এক শ্রেনির মিডিয়াকে কিনতে | এবার এই মিডিয়া গুলি দিনরাত রেপের গল্প খুজে বেড়ায় | সত্যি অসত্যি না জেনেই, যথাৰ্থ অনুসন্ধান ছাড়াই কোনোও মেয়ের কিছু হলেই রেপ রেপ চিল্লিয়ে বাজার মাত করে #রেপহিস্টেরিয়া ছড়ায় | পুরুষ বিরোধী ভাবের ঢেউ তুলে সমাজের মগজ ধোলাই করে | অথচ একবারও বলে না, যে কত কেস বিচার শেষে ফল্স বের হয় | রেপের গল্প ওঠার সাথে সাথে এই বিদেশী মদত দুষ্ট মিডিয়া গুলি অভিযুক্ত পুরুষটি কে নোংরা, বর্বর মিডিয়া ট্রায়ালে ফেলে , তার নাম ধাম ছেপে তাকে সমাজে চরম হেয় করে | তবে দীর্ঘ বছর মামলা চলার পর , পুরুষটি নির্দোষ প্রমানিত হলে তখন আর সে খবরের ধার কাছ দিয়ে  যায় না বা তার হারানো সম্মান তো ফিরিয়ে দিতে পারেই না |

এমত অবস্থায় ভারতে পুরুষ কিন্তু তার ওপর নির্যাতনকেই বিধির বিধান ধরে নিয়ে অত্যাচারিত হয়ে আসছিল | মিডিয়ার দৌলতে (যা ওপরে ব্যখ্যা করলাম) দুনিয়া জেনে আসছিল ভারতীয় পুরুষ মানেই অসুর | নারী অতি পবিত্র সতী দেবী !! এমনকি আজও 60% ভারতীয় শিক্ষিত পুরুষও মিডিয়ার কাছে মগজ ধোলাই খেয়ে , চরম বাস্তবকে মেনে নিয়ে নারীর দোষ, গলত আইনএর দোষ দেখতে পান না | বোঝাতে গেলে পুরুষ বিরোধী নারীবাদী দের মত এড়ে তর্ক করে পুরুষএর সাথেই শত্রুতা করে | এটা এক বিরাট অসুবিধা | 

যাই হোক, এত প্রতিকূলতার মধ্যেও, এই ভারতে পুরুষ অধিকারের পক্ষে সর্ব প্রথম হাল ধরেন কলকাতার স্বনামধন্য সমাজ সচেতক শ্রী রাধিকানাথ মল্লিক | সেই 1992 সালে শুরু হয় ওনার পথ চলা | সর্বপ্রথম উনিই পুরুষ অধিকার বিষয়টি সমাজের নজরে আনেন | সঙ্গে সঙ্গেই উনি পাশে প্রচুর মানুষকে পেয়ে যান | যারা এত দিন ভারতে পুরুষ পীড়নকে ভবিতব্য জেনে চুপ চাপ নারীবাদী বাড় বাড়ন্তকে ও পুরুষ বিরোধী আইনকেই মাথা পেতে মেনে আসছিল, তারা ওনার মধ্যেই সর্বপ্রথম প্রতিবাদ মতবাদ প্রকাশের একটা প্ল্যাটফর্ম খুজে পেল | 

অবশেষে ওনার হাত ধরে শুরু হয়ে আজ সারা ভারতেই পুরুষ অধিকারের আগুন ছড়িয়ে পড়েছে | সারা দেশে আরোও অনেক স্বনাম ধন্য, অগ্রনী পুরুষ অধিকার আন্দোলন কারী আত্মপ্রকাশ করে দেশ ব্যপী এই আন্দোলন কে গতি প্রদান করে চলেছেন | তর তর করে এগোচ্চে আন্দোলন | গড়ে উঠেছে অনেক স্বীকৃত পুরুষ অধিকার এন.জি.ও | আরোও বাড়বে আন্দোলন | আরে এ তো সীমাহীন নারীবাদের সমান ও বিপরীত প্রতিক্রিয়া | এরই মধ্যে , এই ইণ্টারনেটের যুগে সামাজিক অবক্ষয় দমনে বাঙালী বলে একটি ফেসবুক পেজ, তাদের বিভিন্ন পোস্টএর মাধ্যমে পুরুষ বিরোধী ভারতীয় আইন, পুরুষ ঘাতক ভারতীয় নারীবাদ, সুযোগ সন্ধানী সুবিধাবাদী নারীবাদী ও তাদের ধামাধরা মিডিয়া…… এসবের মুখোশ টেনে ছিঁড়ে তিক্ত সত্য প্রকাশ করে এই বাংলা  ভাষাভাষি রাজ্য ওয়েস্ট বেঙ্গলে, পুরুষ অধিকার আন্দোলনকে এক অন্য মাত্রা দিয়েছে ও সারা বিশ্বেও সর্বাধিক লাইক পেয়ে এক নম্বর পুরুষ অধিকার পেজ হয়েছে | আমার পাঠকদের ভিতর কেউ এন.আর.আই থাকলে পেজটা দেখতেও পারেন |

এবার যেটা মিলিয়ান ডলার প্রশ্ন, কতটা সফল হবে নারীবাদ শাসিত ভারতে, এই পুরুষ অধিকার আন্দোলন ???
এ বিষয়ে বলি, আমাদের প্রতিপক্ষ কিন্তু দারুন শক্তিশালী, এরা স্বয়ং সরকার দ্বারা পালিত ও পোষিত | তার ওপর আছে বিদেশী শক্তির মদত ও আর্থিক পরিপোষন!!! কাজেই এই ভারতে, পুরুষ অধিকার প্রতিস্ঠা করে, অন্যান্য দেশের মত লিঙ্গ নিরপেক্ষ আইন ব্যবস্থা চালু করার রাস্তা মোটেও কুসুমাস্তির্ন হবে না | দাঁত কামড়ে চালিয়ে যেতে হবে লাগাতার আন্দোলন !!! পুরুষ  অধিকার আন্দোলনকারী দের নিজেদের ভিতর অযথা ইগোর লড়াই ভুলে সর্বদা সংঘবদ্ধ থাকতে হবে | সবসময় এটাও মাথায় রাখতে হবে, দেশের এক শ্রেনীর  মিডিয়া কিন্তু পুরুষ বিরোধী প্রচার করে  অস্টপ্রহর পুরুষএর নিন্দা করে, নারীকে দেবী সাজাতে ব্যস্ত!!! কাজেই এখনও অনেক দূর রাস্তা যেতে হবে |

Saturday 2 May 2015

India's anti-men rape molestation laws made this country a hell for innocent men

India, is never a  safe place for innocent men. Here, after marriage, a man's life is totally at the mercy of his wife. By virtue of all loads of anti-husband, ridiculous, one sided draconian laws, his wife can at any moment push him and his total family to jail. These laws make the married men highly insecure in their own homes. Wives toy with these laws at ease. Without fear of getting punished automatically, even if their allegations are proven false in courts of law.
It is not required to produce solids proof for the wife to substantiate her claims. The laws are so draconian, illogical, the husbands can't have their basic right to defend themselves at the first place. Indian wives, taking this golden advantage, have been making money, property and business out of marriage. To add insult to injury, now the anti-men feminists of India are barking and howling in chorus to add marital rape provisions in the current anti-husband laws!!!
Just yet another blow to the Indian family system and healthy society. Men in India, are already facing huge false rape molestation and sexual harassment at workplace cases. As all these laws are same illogical, draconian and anti male. Now if marital rape is introduced, men will be tagged as 'rapists' even in their own homes!!! Sic!!!  Here is how anti-male laws are creating havoc in India, read this blog, clicking on the link. It says all. And Indian women oiling law makers see it to know the minds of Male Rights Activists.:-
How anti male rape molestation laws destroying Indian Societyhttp://amitav74.blogspot.in/